তোমাদের শ্লাঘা করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে।
১ করিন্হীয় ৫:৬ | ক্যারি বাংলাতোমাদের গর্ব করা ভালো নয়। তোমরা কি জানো না যে, সামান্য খামির ময়দার সমস্ত তালকেই খামিরময় করতে পারে?
১ করিন্হীয় ৫:৬ | সহজ বাংলাYour boasting is not good. Do you not know that a little leaven leavens the whole lump?
1 Corinthians 5:6 | English Standard Versionour glorying is not good. Know ye not that a little leaven leaveneth the whole lump?
1 Corinthians 5:6 | King James Versionপুরাতন তাড়ী বাহির করিয়া দেও; যেন তোমরা নূতন তাল হইতে পার- তোমরা ত তাড়ীশূন্য। কারণ আমাদের নিস্তারপর্ব্বীয় মেষশাবক বলীকৃত হইয়াছেন, তিনি খ্রীষ্ট।
১ করিন্হীয় ৫:৭ | ক্যারি বাংলাতোমরা পুরোনো খামির দূর করে দাও, যেন এক নতুন তাল হতে পারো, যার মধ্যে খামির থাকবে না—প্রকৃতপক্ষে যেমন তোমরা আছ। কারণ খ্রীষ্ট, আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক বলিরূপে উৎসর্গীকৃত হয়েছেন।
১ করিন্হীয় ৫:৭ | সহজ বাংলাCleanse out the old leaven that you may be a new lump, as you really are unleavened. For Christ, our Passover lamb, has been sacrificed.
1 Corinthians 5:7 | English Standard VersionPurge out therefore the old leaven, that ye may be a new lump, as ye are unleavened. For even Christ our passover is sacrificed for us:
1 Corinthians 5:7 | King James Versionঅতএব আইস, আমরা পুরাতন তাড়ী দিয়া নয়, হিংসা ও দুষ্টতার তাড়ী দিয়া নয়, কিন্তু সরলতা ও সত্যশীলতার তাড়ীশূন্য রুটি দিয়া পর্ব্বটি পালন করি।
১ করিন্হীয় ৫:৮ | ক্যারি বাংলাতাই এসো, আমরা পুরোনো খামির দিয়ে নয়, যা হিংসা ও দুষ্টতার খামির, বরং খামিরশূন্য রুটি দিয়ে, যা সরলতা ও সত্যের খামির, তা দিয়ে পর্বটি পালন করি।
১ করিন্হীয় ৫:৮ | সহজ বাংলাLet us therefore celebrate the festival, not with the old leaven, the leaven of malice and evil, but with the unleavened bread of sincerity and truth.
1 Corinthians 5:8 | English Standard VersionTherefore let us keep the feast, not with old leaven, neither with the leaven of malice and wickedness; but with the unleavened bread of sincerity and truth.
1 Corinthians 5:8 | King James Versionআর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।
১ করিন্হীয় ৬:২০ | ক্যারি বাংলাকারণ তোমাদের মূল্য দিয়ে কেনা হয়েছে; তাই তোমাদের দেহের দ্বারা ঈশ্বরের গৌরব কর।
১ করিন্হীয় ৬:২০ | সহজ বাংলাYou are not your own, for you were bought with a price. So glorify God in your body.
1 Corinthians 6:20 | English Standard VersionFor ye are bought with a price: therefore glorify God in your body, and in your spirit, which are God's.
1 Corinthians 6:20 | King James Versionমনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই; আর ঈশ্বর বিশ্বাস্য; তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পার।
১ করিন্হীয় ১০:১৩ | ক্যারি বাংলাযে প্রলোভনগুলি স্বাভাবিকভাবে লোকদের কাছে আসে তার থেকে বেশী কিছু তোমাদের কাছে আসেনি। তোমরা ঈশ্বরে বিশ্বস্ত থাক, যে সব প্রলোভন প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই, তিনি তা তোমাদের জীবনে আসতে দেবেন না; কিন্তু প্রলোভনের সাথে সাথে তার থেকে উদ্ধারের পথ তিনিই করে দেবেন, যেন তোমরা সহ্য করতে পার।
১ করিন্হীয় ১০:১৩ | সহজ বাংলাNo temptation has overtaken you that is not common to man. God is faithful, and he will not let you be tempted beyond your ability, but with the temptation he will also provide the way of escape, that you may be able to endure it.
1 Corinthians 10:13 | English Standard VersionThere hath no temptation taken you but such as is common to man: but God is faithful, who will not suffer you to be tempted above that ye are able; but will with the temptation also make a way to escape, that ye may be able to bear it.
1 Corinthians 10:13 | King James Versionকেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেক জন পরের মঙ্গল চেষ্টা করুক।
১ করিন্হীয় ১০:২৪ | ক্যারি বাংলাকেউ যেন স্বার্থ সিদ্ধির চেষ্টা না করে; বরং প্রত্যেকে যেন অপরের মঙ্গল চায়।
১ করিন্হীয় ১০:২৪ | সহজ বাংলাLet no one seek his own good, but the good of his neighbor.
1 Corinthians 10:24 | English Standard Versionভালবাসা ধৈর্য ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না।
১ করিন্হীয় ১৩:৪ | সহজ বাংলাLove is patient and kind; love does not envy or boast; it is not arrogant or rude.
1 Corinthians 13:4 | English Standard VersionCharity suffereth long, and is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up;
1 Corinthians 13:4 | King James Versionপ্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না;
১ করিন্হীয় ১৩:৫ | ক্যারি বাংলাভালবাসা কোন অভদ্র আচরণ করে না। ভালবাসা স্বার্থ-সিদ্ধির চেষ্টা করে না, কখনও রেগে ওঠে না, অপরের অন্যায় আচরণ মনে রাখে না।
১ করিন্হীয় ১৩:৫ | সহজ বাংলাIt does not insist on its own way; it is not irritable or resentful;
1 Corinthians 13:5 | English Standard VersionDoth not behave itself unseemly, seeketh not her own, is not easily provoked, thinketh no evil;
1 Corinthians 13:5 | King James Versionit does not rejoice at wrongdoing, but rejoices with the truth.
1 Corinthians 13:6 | English Standard Versionসকলই বহন করে, সকলই বিশ্বাস করে, সকলই প্রত্যাশা করে, সকলই ধৈর্য্যপূর্ব্বক সহ্য করে।
১ করিন্হীয় ১৩:৭ | ক্যারি বাংলাভালবাসা সব কিছুই সহ্য করে, সব কিছু বিশ্বাস করে, সব কিছুতেই প্রত্যাশা রাখে, সবই ধৈর্যের সঙ্গে গ্রহণ করে।
১ করিন্হীয় ১৩:৭ | সহজ বাংলাLove bears all things, believes all things, hopes all things, endures all things.
1 Corinthians 13:7 | English Standard VersionBeareth all things, believeth all things, hopeth all things, endureth all things.
1 Corinthians 13:7 | King James Versionপ্রেম কখনও শেষ হয় না। কিন্তু যদি ভাববাণী থাকে, তাহার লোপ হইবে; যদি বিশেষ বিশেষ ভাষা থাকে, সে সকল শেষ হইবে; যদি জ্ঞান থাকে, তাহার লোপ হইবে।
১ করিন্হীয় ১৩:৮ | ক্যারি বাংলাভালবাসার কোন শেষ নেই। কিন্তু ভাববাণী বলার ক্ষমতা যদি থাকে তো লোপ পাবে। যদি অপরের ভাষায় কথা বলার ক্ষমতা থাকে, তবে তাও একদিন শেষ হবে। যদি জ্ঞান থাকে, তবে তাও একদিন লোপ পাবে।
১ করিন্হীয় ১৩:৮ | সহজ বাংলাLove never ends. As for prophecies, they will pass away; as for tongues, they will cease; as for knowledge, it will pass away.
1 Corinthians 13:8 | English Standard VersionCharity never faileth: but whether there be prophecies, they shall fail; whether there be tongues, they shall cease; whether there be knowledge, it shall vanish away.
1 Corinthians 13:8 | King James Versionআর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটী আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ।
১ করিন্হীয় ১৩:১৩ | ক্যারি বাংলাএখন এই তিনটি বিষয় আছে: বিশ্বাস, প্রত্যাশা ও ভালবাসা; আর এদের মধ্যে ভালবাসাই শ্রেষ্ঠ।
১ করিন্হীয় ১৩:১৩ | সহজ বাংলাSo now faith, hope, and love abide, these three; but the greatest of these is love.
1 Corinthians 13:13 | English Standard VersionAnd now abideth faith, hope, charity, these three; but the greatest of these is charity.
1 Corinthians 13:13 | King James Versionভ্রাতৃগণ, তোমরা বুদ্ধিতে বালক হইও না, বরঞ্চ হিংসাতে শিশুগণের ন্যায় হও, কিন্তু বুদ্ধিতে পরিপক্ব হও।
১ করিন্হীয় ১৪:২০ | ক্যারি বাংলাআমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা বালকদের মতো চিন্তা করো না, বরং মন্দ বিষয়ে শিশুদের মতো হও, কিন্তু তোমাদের চিন্তায় পরিণত বুদ্ধি হও।
১ করিন্হীয় ১৪:২০ | সহজ বাংলাBrothers, do not be children in your thinking. Be infants in evil, but in your thinking be mature.
1 Corinthians 14:20 | English Standard VersionBrethren, be not children in understanding: howbeit in malice be ye children, but in understanding be men.
1 Corinthians 14:20 | King James Versionকারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রীষ্টেই সকলে জীবন-প্রাপ্ত হইবে।
১ করিন্হীয় ১৫:২২ | ক্যারি বাংলাকারণ আদমে যেমন সকলের মৃত্যু হয়, ঠিক সেভাবে খ্রীষ্টে সকলেই জীবন লাভ করবে।
১ করিন্হীয় ১৫:২২ | সহজ বাংলাFor as in Adam all die, so also in Christ shall all be made alive.
1 Corinthians 15:22 | English Standard VersionFor as in Adam all die, even so in Christ shall all be made alive.
1 Corinthians 15:22 | King James VersionBe not deceived: "evil communications corrupt good manners."
1 Corinthians 15:33 | King James Version"O death, where is your victory? O death, where is your sting?"
1 Corinthians 15:55 | English Standard VersionO death, where is thy sting? O grave, where is thy victory?
1 Corinthians 15:55 | King James VersionThe sting of death is sin, and the power of sin is the law.
1 Corinthians 15:56 | English Standard VersionThe sting of death is sin; and the strength of sin is the law.
1 Corinthians 15:56 | King James Versionকিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।
১ করিন্হীয় ১৫:৫৭ | ক্যারি বাংলাকিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই। তিনিই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমাদের বিজয়ী করেন।
১ করিন্হীয় ১৫:৫৭ | সহজ বাংলাBut thanks be to God, who gives us the victory through our Lord Jesus Christ.
1 Corinthians 15:57 | English Standard VersionBut thanks be to God, which giveth us the victory through our Lord Jesus Christ.
1 Corinthians 15:57 | King James Versionঅতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্য্যে সর্ব্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।
১ করিন্হীয় ১৫:৫৮ | ক্যারি বাংলাতাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সুস্থির ও সুদৃঢ় হও। প্রভুর কাজে নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জান, প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না।
১ করিন্হীয় ১৫:৫৮ | সহজ বাংলাTherefore, my beloved brothers, be steadfast, immovable, always abounding in the work of the Lord, knowing that in the Lord your labor is not in vain.
1 Corinthians 15:58 | English Standard VersionTherefore, my beloved brethren, be ye stedfast, unmoveable, always abounding in the work of the Lord, forasmuch as ye know that your labour is not in vain in the Lord.
1 Corinthians 15:58 | King James Versionরবিবার, ১১ জুন, ২০২৩
কারণ এমন ভাল গাছ নাই, যাহাতে মন্দ ফল ধরে, এবং এমন মন্দ গাছও নাই, যাহাতে ভাল ফল ধরে।